বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

পুলিন বিহারী মেমোরিয়াল স্কলারশিপে ভূষিত হলেন কলাউজানের ৪ মেধাবী শিক্ষার্থী

প্রকাশিত : ৩:৩৯ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সোনার বাংলা গড়ার কারিগর। কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা একদিন সুশিক্ষিত নাগরিক হিসেবে দেশ ও জাতির নেতৃত্ব দিবে।
তোমাদের মাঝে লুকিয়ে আছে অনেক মেধাবী ও গুনিজন ব্যাক্তি।তোমরাই এ দেশ-জাতির আগামী দিনের কর্ণধার।

তিনি আরো বলেন,বর্তমান সরকার নারী শিক্ষা প্রসারে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। নারীরা এখন অনেক বেশী এগিয়ে।
তোমাদের সফলতাই আমাদের। তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

৮ নভেম্বর দুপুরে উপজেলার কলাউজান সুখছড়ি গৌরিসুন্দর উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের ২০২১ সালের বিদায় অনুষ্ঠান এবং পুলিন বিহারী মেমোরিয়াল স্কলারশিপের প্রধান পৃষ্টপোষক বুয়েট অধ্যাপক ড.দীপক কান্তি দাশ কর্তৃক মেধাবৃত্তি,সনদ ও কৃতিত্ব স্বারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

 

 

 

 

বিদ্যালয়ের এডহক কমিটির সফল সভাপতি,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি , কলাউজানের আগামী দিনের কান্ডারী বাবু নিবাস দাশ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ মাসুদ রানা,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য,বিশিষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অাবদুল হাকিম চৌধুরী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ ইব্রাহীম।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মিহির কান্তি সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন অনুপম মহাজন, মাস্টার প্রদীপ কান্তি দাশ, আমিরাবাদ ইউপির সাবেক ৯নং ওয়ার্ড মেম্বার, পুলিস বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপের আহবায়ক মৃণাল কান্তি মিলন।

অনুষ্ঠানে মেধা তালিকায় প্রথম ৪জন শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি,সনদ ও কৃতিত্ব স্বারক প্রদান করা হয়।

আরো পড়ুন