বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৫:২৮ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পুলিন বিহারী চৌধুরী। কলাউজান সুখছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। তার স্মৃতি ধরে রাখার জন্য তার মেধাবী ছাত্র পুলিন বিহারী চৌধুরীর নামকরণে স্কলারশিপ চালু করেছেন আমিরাবাদ সুখছড়ি গ্রামের আলোকিত মানুষ,বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) অবসরপ্রাপ্ত প্রফেসর, শিক্ষক জগতের দিকপাল, প্রফেসর ড.দীপক কান্তি দাশ
প্রতি বছর এ ধারাবাহিকতা তিনি ধরে রেখেছে। সার্টিফিকেট, আর্থিক প্রণোদনা ও সম্মাননা স্বারক ক্রেস্ট দিয়ে থাকেন এ স্কলারশীপ।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ের হল রুমে ৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টার দিকে পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কুলারশীপের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি, সনদ ও কৃতিত্ব স্বারক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
৫জন কৃতি শিক্ষার্থীরা হল যথাক্রমে অর্পিতা দাশ অপি, সুমাইয়া সুলতানা লিজা, মোঃ আদনান, হৃত্তিকা দে, সুস্মিতা সুশীল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কুলারশীপের প্রধান পৃষ্টপোষক, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) অবসরপ্রাপ্ত প্রফেসর ড.দীপক কান্তি দাশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার রেজাউল করিমের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন লিয়া গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কুলারশীপের আহবায়ক, আমিরাবাদ ইউপির ৯নং ওয়ার্ডের সাবেক বার বার নির্বাচিত ইউপি সদস্য, সমাজসেবক মৃণাল কান্তি মিলন মেম্বার।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিহির কান্তি সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য দূর্যুটি প্রসাদ ,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার মোঃ ইব্রাহীম,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম, বিদ্যালয়ের সদস্য হারুনুর রশিদ ও স্থানীয় ইউপি সদস্য মোঃ বাবুল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক-অভিভাবিকাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।