শনিবার, ২৭ জুলাই ২০২৪

পুডে যাওয়া সিএনজি চালককে আর্থিক সহায়তা দিলেন ওসমান আলী

প্রকাশিত : ৯:১৫ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

দুর্বৃত্তের দেয়াদুর্বৃত্তের দেয়া সিএনজি গাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ অসহায় নওশা মিয়াকে বিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কেরানীহাট মা শিশু জেনারেল হসপিটালের নির্বাহী চেয়ারম্যান চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য জনাব ওচমান আলি। ২১শে ডিসেম্বর ২০২১ইং মঙ্গলবার দুপুরে নওশা মিয়ার হাতে বিশ হাজার টাকার চেক প্রদান করার সময় উপস্থিত ছিলেন কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মোঃ ইউনুছ, সাধারণ সম্পাদক রিপন দাস সুজন, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার লিখন কান্তি দাস, স্থানীয় আবদুল মন্নান, আবদুল মোমেন। নওশা মিয়া বলেন আমার ক্ষতিগ্রস্থ হওয়ার কথা শুনে ওচমান আলি সাহেব যে আমার পাশে দাড়িয়েছে তাহার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। সুত্রমতে জানা যায় ২০শে ডিসেম্বর ২০২১ইং সোমবার দিবাগত রাত অনুমান ৪টার সময় কেঁওচিয়া ১নং ওয়ার্ড ফকির পাড়া (গাইনর বাড়ী) মৃত আহাম্মদ মিয়ার ছেলে নওশা মিয়ার সিএনজি গাড়িটি রাতের আঁধারে কে বা কাহারা আগুন লাগিয়ে পুড়ে চায় করে দেয়। এতে নওশা মিয়ার অনেক ক্ষতি হয়েছে, সংসারের উপার্জনের একমাত্র সহায় সম্বল ছিল সিএনজি গাড়িটি। গাড়িটি পুড়ে যাওয়ায় নওশা মিয়ার উপার্জনের পথ বন্ধপ্রায়। গাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ অসহায় নওশা মিয়াকে বিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কেরানীহাট মা শিশু জেনারেল হসপিটালের নির্বাহী চেয়ারম্যান চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য জনাব ওচমান আলি। ২১শে ডিসেম্বর ২০২১ইং মঙ্গলবার দুপুরে নওশা মিয়ার হাতে বিশ হাজার টাকার চেক প্রদান করার সময় উপস্থিত ছিলেন কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মোঃ ইউনুছ, সাধারণ সম্পাদক রিপন দাস সুজন, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার লিখন কান্তি দাস, স্থানীয় আবদুল মন্নান, আবদুল মোমেন। নওশা মিয়া বলেন আমার ক্ষতিগ্রস্থ হওয়ার কথা শুনে ওচমান আলি সাহেব যে আমার পাশে দাড়িয়েছে তাহার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। সুত্রমতে জানা যায় ২০শে ডিসেম্বর ২০২১ইং সোমবার দিবাগত রাত অনুমান ৪টার সময় কেঁওচিয়া ১নং ওয়ার্ড ফকির পাড়া (গাইনর বাড়ী) মৃত আহাম্মদ মিয়ার ছেলে নওশা মিয়ার সিএনজি গাড়িটি রাতের আঁধারে কে বা কাহারা আগুন লাগিয়ে পুড়ে চায় করে দেয়। এতে নওশা মিয়ার অনেক ক্ষতি হয়েছে, সংসারের উপার্জনের একমাত্র সহায় সম্বল ছিল সিএনজি গাড়িটি। গাড়িটি পুড়ে যাওয়ায় নওশা মিয়ার উপার্জনের পথ বন্ধপ্রায়।

আরো পড়ুন