বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৫:৫৩ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলায় পুটিবিলায় আলোচনা সভা, পুরুস্কার বিতরণী অনুষ্ঠান, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, জেলা পরিষদ সদস্যের সংবর্ধনা ও নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি পুটিবিলায় শাহজাহান কমপ্লেক্স চত্বরে পুটিবিলা উচ্চ বিদ্যালয় ও পুটিবিলা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
সভায় স্বাগত বক্তব্যে রাখেন পুটিবিলা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক।
পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোঃ নাছির উদ্দিনের সভিপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য (লোহাগাড়া-সাতকানিয়া-বাঁশখালী) সুরাইয়া খাঁনম লিলি।
বিশেষ অতিথি ছিলেন চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিণী নুর আয়শা বেগম চৌধুরী, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার মাহবুবুর রহমান, বশির, পুটিবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোজাহিদুল ইসলাম, গৌড়স্হান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকান, গৌড়স্থান সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিহানুর রহমান চৌধুরী।
সভায় বক্তারা জানান,নতুন প্রজন্মকে রাষ্ট্রভাষা বাংলার দাবীতে সংগঠিত ভাষা আন্দোলনের তাৎপর্য জানাতে হবে।শিক্ষার্থীদেরকে একুশের বাংলা ভাষা আন্দোলনের প্রকৃতি ইতিহাস সম্পর্কে বেশী করে শিখাতে হবে। সব জায়গায় বাংলার যথাযথ ব্যবহার ও প্রয়োগ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি, সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথি, বিদায়ী শিক্ষকদেরকে পুটিবিলা উচ্চ বিদ্যালয় ও পুচিবিলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের মাঝেও পুরুষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, পুটিবিলা ইউপির সকল মেম্বারগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।