রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

পুটিবিলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় চুরি

প্রকাশিত : ১২:২৮ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া  উপজেলার পুটিবিলা ইউনিয়নের দক্ষিণ পুটিবিলা সুফি ফকির  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) গভীর রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস  জানান,সকালে বিদ্যালয়ে এসে দেখেন বিদ্যালয়ের গেইট কেটে কক্ষে প্রবেশ করে  কয়েকটি ঘরের দরজার তালা ভাঙা। বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে করোনা সামগ্রী, প্রজেক্টর, সাউন্ড বক্স কে বা কারা নিয়ে গেছে। আলমারীর সব কাগজপত্র এলোমেলো অবস্থায় দেখতে পাই। তিনি আরও বলেন, ব্যাপকভাবে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেছে।গত ১৫ দিন পুর্বে বিদ্যালয়ের সামনে নলকূপটি চুরি করে নিয়ে যায় চুরেরা।

পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক জানান,বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। তবে, বিদ্যালয়ে চুরির ঘটনাটি দুঃখজনক।

লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন জানান,চুরির ঘটনাটি শুনেছি।বিদ্যালয় চুরির ঘটনাটি দুঃখজনক।  বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ বিষয়ে থানা প্রশাসনকে জানানোর জন্য বলা হয়েছে।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই নাছিমা আকতার জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।

আরো পড়ুন