বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

পুটিবিলায় সরকারী চলাচলের রাস্তা দখল করে কাঁচা পায়খানা ও গোয়ালঘর নির্মাণের অভিযোগ

প্রকাশিত : ৪:৩৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ নাথ পাড়া এলাকায় সরকারী চলাচলের রাস্তা দখল করে ঘেরা ভেড়া, কাঁচা পায়খানা ও গোয়ালঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে মাস্টার মোজাহিদুল ইসলাম বাদী হয়ে ওই এলাকার রাখাল চন্দ্র নাথ, সোয়াদেব নাথ, সুজন নাথ,কাজল নাথ ও আপন নাথকে বিবাদী করে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে প্রকাশ, উপজেলার পুটিবিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ নাথ পাড়া কালি মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে ডলু নদী পর্যন্ত ১৭৯৬ বিসএস দাগটি সরকারী চলাচলের রাস্তা। ১৮ থেকে ২০ ফুট প্রসস্থতা। কিন্তু উল্লেখিত বিবাদীরা গায়ের জোরে প্রভাব কাটিয়ে সরকারী চলাচলের রাস্তা দখল করে ঘেরা ভেড়া, কাঁচা পায়খানা ও গোয়ালঘর নির্মাণ করে রাস্তা দখল করে রাখছে। রাস্তার উপর গরু বেঁধে রাখার কারণে ছোট্ট শিশুরা স্কুলে যেতে ভয় পায়। এ সড়ক দিয়ে শত শত,মানুষ চলাচল করে থাকে।

এলাকার বাসিন্দা মাস্টার মোজাহিদুল ইসলাম জানান, এ রাস্তা দিয়ে আমরা চলাচল করে থাকি। রাস্তায় প্রতিপক্ষরা প্রভাব কাটিয়ে সরকারী চলাচলের রাস্তা দখল করে ঘেরা ভেড়া, কাঁচা পায়খানা ও গোয়ালঘর নির্মাণ করে রাস্তা দখল করে ফেলছে। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

অন্যদিকে, অভিযুক্ত রাখাল চন্দ্র নাথ জানান, আমাদের বাড়ির জায়গা কম থাকায় সরকারী চলাচলের কিছুটা অংশ আমাদের দখলে রয়েছে। আমরা যেকোন সময় দখলে থাকা জায়গাগুলো ছেড়ে দিবো।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়ার জন্য পুটিবিলার চেয়ারম্যান কে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরো পড়ুন