বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:০৬ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পহরচান্দা ছোট ধলিবিলা(হাসনা ভিটা) পাহাড়ী এলাকা থেকে এক প্রবাসীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় শ্যালিকা, স্ত্রী,শ্বাশুড়িকে আটক করা হয়। গত ১৪ মার্চ প্রবাসীর লাশ উদ্ধার করে স্ত্রী, শ্বাশুড়ি , শ্যালিকা কে আটক করে চট্টগ্রাম আদালতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা, লোহাগাড়া থানার এসআই শরীফুল ইসলাম পিপিএম জানান, প্রবাসী নিহত মনসুর আলী লেদুকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখছিল তার শ্বশুর বাড়ির পার্শ্বে। আমরা গতকাল তার লাশ উদ্ধার করেছি।এটা একটি চাঞ্চল্যকর হত্যাকান্ড। স্ত্রী, শ্বাশুড়ি , শ্যালিকা কে আটক করে চট্টগ্রাম আদালতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। নিহত মনসুর আলীর শ্বাশুড়ি আদালতে জবানবন্দী দিয়েছেন যে,অর্থের লোভে পড়ে তার টাকা হাতিয়ে নেওয়ার জন্য ৪জনকে শ্বাশুড়ি তার মেয়ের স্বামী মনসুর আলীকে খুন করার জন্য ভাড়া করেছিল।৪জন মিলে তাকে খুন করে শ্বশুর বাড়ির পাশে মাটি চাপা দিয়ে রাখা হয়। ৪জনের মধ্যে গতকাল গভীর রাতে
পুটিবিলা পহরচাঁন্দা ইন্না আমিনের পুত্র ছাবের আহমদ (৪৭) নামে একজন খুনীকে ওই এলাকা থেকে দা সহ আটক করা হয়। ৪জনকে ১ লক্ষ টাকার বিনিময়ে তার শ্বাশুড়ি তাকে খুন করার জন্য ভাড়া করেন। আদালতে তিনি এসব স্বীকারোক্তি দিয়েছেন। তিনি আরও জানান, অাটক ছাবের আলমগীর হত্যা মামলার ঘটনার সাথেও জড়িত।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুর রহমান জানান, প্রবাসী নিহত মনসুর আলীকে হত্যার ঘটনায় শ্বাশুড়ি, স্ত্রী ও শ্যালিকাকে আটকের পর চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। সেখানে তার শ্বাশুড়ি জবানবন্দি দিয়েছেন। জবানবন্দীতে তিনি স্বীকার করেছেন, তার মেয়ের স্বামীকে খুন করতে ৪জনকে ১ লাখ টাকার বিনিময়ে ভাড়া করেন। আমরা থানা পুলিশ ৪জনের মধ্যে গতকাল রাতে ছাবের আহমদ নামে এক খুনীকে আটক করেছি। বাকি তিনজন আসামীদেরকেও আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।