বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৫:৫৯ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ৩নং ওয়ার্ডের আদর্শপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক পরিবারের বসতঘরের টিন কেটে দিয়েছে প্রতিপক্ষরা।
এ ঘটনায় ভুক্তভোগী আসমত আলী (৫৫) বাদী হয়ে একই এলাকার বজল মেস্ত্রীকে (৫৮) বিবাদী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ৯ আগস্ট সকালে পূর্ব পরিকল্পিতভাবে তার বসতঘরের চালের টিন ধারালো দা দিয়ে কুপিয়ে ফুটু করে দেয় প্রতিপক্ষ বজল মেস্ত্রী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। ভারী বর্ষণের তার বসতঘরের প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে যায়। আসমত আলীর স্ত্রী জানু আকতার টিন কাটার খবর পেয়ে বাঁধা প্রদান করলে তাকে মারধর করে।
ক্ষতিগ্রস্ত আসমত আলী জানান, আমি কাজে বাড়ির বাইরে ছিলাম। অতর্কিতভাবে আমার বসতঘরে ঢুকে প্রতিপক্ষ বজল মেস্ত্রী ও তার দলবল মিলে টিন কেটে ফেলে। বৃষ্টির কারণে পানি ঢুকে আমার বাড়ির কাপড়-চোপড়সহ প্রয়োজনীয় আসবাবপত্র নষ্ট হয়ে যায়।
অভিযুক্ত বজল মেস্ত্রী জানান, গত ৮মাস আগে তাদের বাড়ির গাছ পড়ে আমার বাড়ির টিন কেটে দেয় আসমত আলী।আমাদের বাড়ির টিন সংস্কারের জন্য বারবার বললেও কথা শুনেছি। আমরাও তাদের বাড়ির টিন কেটে দিয়েছে। আমরা এটা সুন্দর সমাধান কামনা করছি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা, লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন মুঠোফোনে জানান, অভিযোগ হাতে পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনা অমানবিক। কোন ভাবেই মেনে নেওয়া যায়না। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।