মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:৪৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুটিবিলায় তিন গরু চোরকে আটক করে জনতা। স্থানীয়রা তিন চোরকে আটক করে ইউপির চেয়ারম্যান কার্যালয়ে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুটিবিলা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক।
আটককৃত গরু চোরেরা হল বান্দরবার লামা উপজেলার গজালিয়া নন্দরবিল নয়া পাড়া এলাকার মনছুর আলমের পুত্র নুর মোহাম্মদ(৩৫), একই ইউনিয়নের আবদুল শুক্কুরের পুত্র রাসেল (২১) এবং বদরুজ্জামানের পুত্র আমানুল্লাহ (২৭)।
পুটিবিলা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা তাদের দোষ স্বীকার করেছে। আটক পুটিবিলায় বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে আসছিল। গরু চোরে তারা জড়িত সেটি তিনজনেই স্বীকার করেছেন। পুটিবিলা সহ লোহাগাড়ার বিভিন্ন এলাকায় তারা এসব কাজে জড়িত।
এসব গরু চোরদের জিজ্ঞেসাবাদ করে অন্যান্যা গরু চোরদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হোক।