বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:২৯ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গৌড়স্থান নয়া পাড়া এলাকায় গোয়ালঘরে আগুন লেগে একটি বড় জাতের গরু(ষাড়) মারা গেছে। আরেকটি গরু আহত হয়েছে।
গতকাল গভীররাতে কোন এক সময় গোয়ালঘরে আগুন লেগে এ ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্ত গরুর মালিকের নাম মুুহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৫)।
ক্ষতিগ্রস্ত মুুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান,তার সাথে শত্রু অনেক। তবে তার গোয়ালঘরে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে গরু পুড়িয়ে দিয়েছে সেটি তিনি অবগত নয়। গতকাল গভীর রাতে কোন এক সময় আমার গোয়ালঘরে আগুন লাগলে দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় তার একটি বড় জাতের গরু মারা যান। যার আনুমানিক মূল্যে ১ লক্ষ ৪০হাজার টাকা। স্থানীয়রা এগিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণে আনার পর আরেকটি গরু বেঁচে যায়। সেটিও আহত হয়েছে বলেও তিনি জানান।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান ও এএসআই মহি উদ্দিন খন্দকার।