বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

পুটিবিলায় কীটনাশক পানে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত : ৫:৩৮ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলায় কীটনাশক পানে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।নিহতের নাম খাদিজা আক্তার(১৪)। সে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সড়াইয়া ইয়াছিন পাড়ার আবদুল কুদ্দুছ মিয়ার কন্যা এবং চুনতি ফারাঙ্গা এলাকায় এবতেদায়ী মাদ্রাসার ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী।গতকাল দিবাগত রাত দেড়টার দিকে নিহতের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহতের বাবা কৃষক। পানের বরজের কাজ করে। পানের বরজের ক্ষেতে কীটনাশকের অর্ধেক অংশ ব্যবহার করে বাকি অর্ধেক বাড়িতে রেখেছিল। গতকাল শনিবার দুপুরের দিকে একটু বকাবকি করায় মায়ের সাথে অভিমান করে সবার অজান্তে কীটনাশক পান করে খাদিজা আক্তার। এক পর্যায়ে অসুস্থবোধ করলে হঠাৎ মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন অসুস্থবোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেকে প্রেরণ করে। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তারা নিহত খতিজার লাশ রাতে বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এসআই মামুনোর রশিদ জানান, নিহত খতিজার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। সে চুনতি ফারাঙ্গা এলাকায় এবতেদায়ী মাদ্রাসায় চতুর্থ শ্রেনীতে পড়ত। মায়ের সাথে একটু অভিমান করে এবং জিনের আছরের কিছু তার সমস্যা ছিল বলে এলাকাবাসীরা জানান।তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তার শরীরে কোন অাঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন