বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

পুটিবিলায় এক দোকানদারকে হুমকি প্রদান, থানায় জিডি দায়ের

প্রকাশিত : ৬:০৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুটিবিলা ইউনিয়নের ওয়াজ উদ্দিন সিকদার পাড়ায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে এক দোকানদারকে হুমকি প্রদান করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় লোহাগাড়া উপজেলার পুটিবিলা ওয়াজ উদ্দিন সিকদার পাড়ার মৃত দেলোয়ার হোসেনের পুত্র আব্দুর রশিদ(৫৩) বাদী হয়ে ওই এলাকার আবুল বশর,রাসেল,সাইফুলসহ আরও কয়েকজন কে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন। যাহার জিডি নং ১১৯২। ২৭/০৫/২০২২ইং।

জিডি সুত্রে প্রকাশ,উল্লেখিত বিবাদীগণের সাথে বাদীর দীর্ঘ ৮বছর ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল।বিবাদীদেরকে বৃষ্টির পানি চলাচলের রাস্তায় না ফেলার জন্য অনুরোধ করলে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। তিনি পরবর্তীতে নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন।

দোকানদার আবদুর রশিদ জানান, আমি আমাদের বাড়ির পার্শ্বে স্টেশনে একটি চায়ের দোকান করি। উল্লিখিত বিবাদীদের সাথে জায়গা-জমির বিরোধ নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। আমার চলাচলের জায়গা বৃষ্টি পানি না ফেলার জন্য বললে আমাকে গালমন্দ করে। পরবর্তীতে আমার নিরাপত্তার জন্য আমি থানায় জিডি দায়ের করি। আমি সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবী জানাচ্ছি।

অন্যদিকে,অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে না পারায় তাদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

লোহাগাড়া থানার এএসআই মহি উদ্দিন খন্দকার জানান,এ ঘটনায় আবদুর রশিদ একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন। বিষয়টি সরেজমিনে পরিদর্শনে গিয়েছি। পরবর্তীতে বিষয়টি সমাধান না হওয়ায় কোর্টে পাঠিয়ে দিয়েছি।

আরো পড়ুন