সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ১:৪৬ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে সিপাত ( ৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার ( ২৯ সেপ্টেম্বর ) দুপুর দেড়টার দিকে সদর ইউনিয়নের রশিদার পাড়ায় এ ঘটনাটি ঘটে।
সিপাত বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মোরশেদের ছেলে। তারা দীর্ঘদিন ধরে রাশিদার পাড়ায় ভাড়া বাসায় থাকেন।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিপাতের বাবা মোরশেদ একজন রিক্সা চালক। তাদের বাড়ি আজিনগর এলাকায়। তারা দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় ভাড়া বাসায় থাকেন। দুপুরে তার ছেলে সিপাত পুকুরে মৃত্যু হয়েছে।
জানা যায়, দুপুরে কোনো এক ফাঁকে সিপাত বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ।অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। দুপুর ২ টার দিকে রাস্তার পাশে পুকুরের পানিতে শিশুটির দেহ ভাসতে দেখে এলাকার মানুষ।
পরে প্রতিবেশীরা শিশুটিকে উপজেলার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।