বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

পাহাড় কাটার দায়ে চরম্বায় এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ২:৩২ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আতিয়ার পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে পাহাড় কাটার অপরাধে ৫ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

অভিযুক্ত জামাল উদ্দিন চরম্বা জান মোঃ পাড়া এলাকার মৃত সোলতান আহমদের পুত্র।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া, চরম্বা ইউপির চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন , লোহাগাড়া থানার এসআই সাইদুলসহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্ল্যাহ জানান, উপজেলার চরম্বা আতিয়ার পাড়ায় অবৈধভাবে পাহাড় কাটছিল পাহাড় খেকোরা। সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত জামাল উদ্দিনকে ৫ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন