বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৫:২৯ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়টি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা হওয়া পর থেকেই এ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন এগিয়ে থাকলে চোখে পড়ার মত তেমন কোন উন্নয়ন হয়নি। জীর্ণছিন্ন ভবনে পাঠদান চালিয়ে যাচ্ছিল। এ বিদ্যালয়ের সামনে সারিতে একটি বাউন্ডারি হওয়াল ছিল যেটি অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছিল।
সম্প্রতি সময়ে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পান লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবি এডভোকেট হুমায়ন কবির রাসেলের ভাগিনা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পদুয়া ছগিরা পাড়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার জাবেদ করিম।
তিনি বিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেই স্কুলে এসে প্রতিটি শ্রেণীকক্ষে গিয়ে ক্লাস নিয়েছেন এতে শিক্ষার্থীরা অনেক বেশি খুশী ও আনন্দিত। সেখানে থেমে থাকেননি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নকে ত্বরানিত করতে তিনি বিভিন্ন ধরণের পদক্ষেপ নিয়েছেন। তিনি কিছুদিন পুর্বে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সাংসদ প্রফেসর ড.নদভীর সহধর্মীনি, সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীকে প্রধান অতিথি করে চমৎকার একটি অভিভাবক সমাবেশ করেছেন সেটিও শিক্ষার্থীদের অাগ্রহ বৃদ্ধি পেয়েছে।
ঝুঁকিপূর্ণ বাউন্ডারী ওয়ালটি সংস্কারের জন্য এসএম জাবেদ করিমের প্রথম ও প্রধান কাজ হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের ঐকান্তিক সহযোগীতা এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীর দিক নির্দেশনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের প্রচেষ্ঠায় বাউন্ডারী ওয়ালের কাজ শুরু করা হয়েছিল।
এ যেন এক উন্নয়নের ঝিলিক! বাউন্ডারী ওয়ালে দৃশ্যমান উন্নয়ন হয়েছে যা চোখে পড়ার মত।
স্থানীয় এলাকার বাসিন্দা ও শিক্ষার্থীর অভিভাবিকা ফরিদা ইয়াছমিন মুন্নি জানান, আমরা অনেকদিন ধরে দেখে আসছি স্কুল রোড দিয়ে চলাচল করার সময় মনে হয় বাউন্ডারি ওয়ালটি মাথার উপর পড়ছে। আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর সময় খুব ভয়ে, আতংকে থাকতাম। তবে বিদ্যালয়ে নান্দনিক বাউন্ডারি ওয়ালে সৌন্দর্যের দৃশ্য দেখে অনেক ভাল লাগলো। বিদ্যালয়ের সভাপতি এসএম জাবেদ করিমকে ধন্যবাদ জানাচ্ছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন জানান, অনেকদিন ধরে বিদ্যালয়ের শিক্ষকতা করে আসছি। অল্পদিন হল বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছি। আমাদের বিদ্যালয়ের সভাপতি এসএম জাবেদ করিম শিক্ষার জন্য অনেক বেশী আন্তরিক। ওনার আন্তরিকতায় আজকে ঝুঁকিপূর্ণ বাউন্ডারি ওয়ালটির কাজ দৃশ্যমান উন্নয়ন হয়েছে। আশা করছি আগামীতেও এ বিদ্যালয়ের আরও উন্নয়ন বেগবান হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাবেদ করিম জানান,বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের প্রতি জোর দিয়েছি। এর প্রেক্ষিতে প্রথমেই ঝুঁকিপূর্ণ বাউন্ডারি ওয়াল ভেঙে নতুন ওয়াল নির্মাণের কাজ সম্পন্ন করেছি য়া এখন দৃশ্যমান। এই কাজে সহযোগিতা করার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী মহোদয়, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।