বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:৫৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ভারী অস্ত্র সহকারে তিন উপজাতি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন, মরাটিলা গ্রামের নব কুমার ত্রিপুরার ছেলে সুরেন ত্রিপুরা (৩০), সুরেন্দ্র হেডম্যান পাড়া এলাকার সুরেন্দ্র ত্রিপুরার ছেলে কাঠাং ত্রিপুরা (৩২) ও মরটিলা গ্রামের মিলন ভূষণ ত্রিপুরার ছেলে মাহেন্দ্র ত্রিপুরা (৩২)।
জানা যায়, শনিবার ভোর সাড়ে তিনটার দিকে পানছড়ি সাব জোন অধিনায়ক মেজর মেহেদী হাসান রাসেলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অবস্থান নিয়ে প্রফুল্ল রঞ্জন কার্বারী এলাকায় অভিযান চালিয়ে ভারী অস্ত্রসহ তিন জনকে আটক করতে সক্ষম হয়।
এ সময় তাদের কাছ থেকে এ.কে টু-টু একটি, পয়েন্ট টু-টু রাইফেল একটি, দেশীয় তৈরী পিস্তল একটি, ৪২ পয়েন্ট টু-টু রাইফেল এমিনেশন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, চার রাউন্ড এসেলার, ২টি এল.জি কার্টিস উদ্ধার করা হয়। আসামীদের পানছড়ি থানায় হস্তান্তর করে হয়েছে জানান সাব জোন কমান্ডার।
এ ব্যাপারে পানছড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পানছড়ি থানা অফিসার ইনচার্জ আব্দুস সামাদ মোড়ল।সূত্র-পার্বত্য নিউজ.কম