বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

পরিবেশ দূষণের দায়ে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজকে ১ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত : ৫:৫১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

দীর্ঘদিন থেকে নাসিরাবাদ শিল্প এলাকার সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ পরিবেশ দূষনকারী কালো ধোঁয়া নির্ধারিত চিমনি ব্যবহার না করে উন্মুক্ত পরিবেশে নির্গত করে আসছিলো। বায়ু দূষণের ফলে অতিষ্ঠ হয় কারখানা সংলগ্ন এলাকার মানুষ। এলাকবাসীর বারবার তাগিদ সত্ত্বেও কোন প্রতিকার না পেয়ে জেলা প্রশাসকের স্মরনাপন্ন হন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চান্দগাঁও সার্কেল এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানাকে নির্দেশ প্রদান করেন। সেই প্রেক্ষিতে আজ বেলা ১২ টায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজে অভিযানকালে অভিযোগের সত্যতা খুজে পান। মোবাইল কোর্টের সামনে উন্মুক্ত পরিবেশে কারখানার কালো ধোঁয়া নির্গমনের দৃশ্য পরিলক্ষিত হয়। স্টিল মিলের এজিএম আব্দুর রউফ ও ম্যানেজার মোঃ জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন এবং দোষ স্বীকার করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে কারখানার ত্রুটি বিচ্যুতি সমাধানের মুচলেকা প্রদান করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা পরিবেশ দূষণকারী এ ধরনের কর্মকাণ্ড না করার নির্দেশ প্রদান করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এ অভিযানে সহায়তা করে। এলাকাবাসী জেলা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, চট্টগ্রামের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় জেলা প্রশাসন সব সময় তৎপর এবং পরিবেশ বিধ্বংসী যেকোন কর্মকান্ড শক্ত হাতে প্রতিহত করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন, পরিবেশ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

আরো পড়ুন