শনিবার, ২৭ জুলাই ২০২৪

পদুয়া রেঞ্জ কর্তৃক বড়দুয়ারা এলাকা থেকে বিবিধ প্রজাতির গোল কাঠ জব্দ

প্রকাশিত : ৮:৪৬ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চট্টগ্রামের পদুয়া রেঞ্জাধীন বাজালিয়া বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের নূরানী মাদ্রাসা নামক এলাকা হতে অবৈধভাবে স্তুপ করে রাখা বিবিধ প্রজাতির গোল কাঠ জব্দ করেছে পদুয়া বনবিভাগ।১৭ ফেব্রুয়ারি বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ।অভিযানকালে পদুয়া স্টেশন কর্মকর্তা রাকিব হোসেন রাজু, ডলুবিট কর্মকর্তা আশরাফুল ইসলাম,বড়দুয়ারা বিট কর্মকর্তাসহ বনবিভাগের কর্মী,সাতকানিয়া থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান,বিভাগীয় বন কর্মকর্তা চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পদুয়া রেঞ্জাধীন বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের নূরানী মাদ্রাসা নামক এলাকা হতে অবৈধভাবে স্তুপ করে রাখা বিবিধ প্রজাতির গোল কাঠ জব্দ করা হয়৷ জব্দকৃত কাঠগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে এবং গোলকাঠ পরিমাপ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আরো পড়ুন