রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
প্রকাশিত : ৯:০৪ পূর্বাহ্ন রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ বিবিধ জ্বালানী কাঠসহ একটি জীপগাড়ি জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
২৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি চাঁন্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলামের নির্দেশনায় পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জ্বালানী কাঠসহ একটি জীপগাড়ি জব্দ করে বনবিভাগের হেফাজতে নিয়ে আসে।
এ ব্যাপারে বন মামলা নং ১৩/পদু অব ২০২১-২২ রুজু করা হয় এবং জব্দকৃত কাঠ ও জীপগাড়ি বনবিভাগের হেফাজতে রয়েছে বলে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।