রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

পদুয়া বনবিভাগ কর্তৃক অবৈধ আকাশমনি গোলকাঠসহ ট্রাক জব্দ

প্রকাশিত : ১:১৯ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চাঁন্দা এলাকায় অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ। এ সময় অবৈধ আকাশমনি গোলকাঠসহ একটি ট্রাক জব্দ করা হয়।

১৬ মার্চ বুধবার সকালে এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় বনবিভাগের বনকর্মীরা উপস্হিত ছিলেন।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলাম স্যারের নির্দেশে পদুয়া রেঞ্জ কর্তৃক লোহাগাড়া উপজেলার চান্দা নামক এলাকায় অভিযান চালিয়ে  অবৈধ আকাশমনি গোলকাঠসহ ট্রাক নং- চট্রমেট্রো-ট-১১-৩২৫৫  আটক করা হয়। এ ব্যাপারে  বন মামলা  রুজু করা হয়েছে এবং গাড়ি এবং জব্দকৃত আকাশ মনি গোলকাঠগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন