বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

পদুয়া তেওয়ারীহাট বাজারে গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করলেন চেয়ারম্যান হারুনর রশিদ

প্রকাশিত : ৬:০৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চলতি গৃষ্ম মৌসুমে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকার ন্যায় লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীহাটেও পানির সংকট ছিল। এতে বাজারের সকল ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষ পানির সংকটে ভুগছিল। অনেক দূর থেকে পানি এনে ব্যবহার করছিল বাজারের ব্যবসায়ীরা। তাদের ভোগান্তি দূর করতে এগিয়ে আসলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ (আর্মি হারুন)।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ মে) রাত ১০টায় পদুয়া ইউনিয়ন পরিষদ এবং (এনজিও) ওয়াফা চ্যারিটি অর্গনাইজেশনের যৌথ অর্থায়নে পদুয়া তেওয়ারীহাটের কাঁচা বাজার সংলগ্ন একটি গভীর নলকূপ স্থাপনের শুভ উদ্বোধন করেন তিনি।

এসময় পদুয়া ৩নং ওয়ার্ডের মেম্বার মো. এহসান, পদুয়া তেওয়ারীহাটের ইজারাদার মো. আলমগীর, স্বেচ্ছাসেবক লীগ নেতা এসএম মোজাম্মেল,আবদুর নুরসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পদুয়া বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ সম্মানিত মোয়াজ্জেম মোঃ আলম।

চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন জানান, নির্বাচনের পর আমি মাত্র ইউনিয়ন পরিষদে বসলাম, এরমধ্যে দেখলাম পানি নিয়ে বাজারের ব্যবসায়ীদের ভোগান্তি অনেক। তখন তাদের এই ভোগান্তি দূর করতে ওয়াফা চ্যারিটি অর্গনাইজেশনের চেয়ারম্যান, পদুয়া সমদআলী মুন্সির বাড়ির কৃতি সন্তান মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনিও এগিয়ে আসেন। তারপর ইউনিয়ন পরিষদ এবং ওয়াফা চ্যারিটি অর্গনাইজেশনের যৌথ অর্থায়নে গভীর নলকূপটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করলাম। ভবিষ্যতেও পদুয়া ইউনিয়ন পরিষদ এভাবে মানুষের ভোগান্তি দূর করতে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

বাজারের একজন রেষ্টুরেন্ট ব্যবসায়ী জানান,দীর্ঘ দু’তিন মাস পর্যন্ত টিউবওয়েল এবং মোটরে পানি না উঠার কারণে তাদের দোকান চালাতে খুবই কষ্ট হয়েছে। অনেক দূর থেকে গাড়ি করে পানি এনে তারা দোকান চালিয়েছে। এখন এই গভীর নলকূপটি হয়ে গেলে তাদের অনেক উপকার হবে।
তিনি সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে চেয়ারম্যান হারুনুর রশীদেন প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন