বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী

প্রকাশিত : ৫:২৬ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম-১৫ লোহাগাড়া -সাতকানিয়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নির্দেশে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বিদ্যাপিঠ পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার।

গত শনিবার সকালে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন। ঝরাজীর্ণ ভবনসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এস এম জাভেদ করিম, কমিটির কো-অপ্ট সদস্য নুরুল আলম কোম্পানি, অভিভাবক সদস্য নুরুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ মোসলেহ উদ্দিন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার আব্দুল মান্নান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এস এম জাভেদ করিম জানান, মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে গত শনিবার সকালে চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার বিদ্যালয় পরিদর্শন,করেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করে দ্রুত নতুন ভবনের কাজ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

আরো পড়ুন