বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

পদুয়ায় ২হাজার অতি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন দক্ষিণ জেলা যুবলীগ সদস্য মহি উদ্দিন

প্রকাশিত : ৫:৩৮ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশনায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির অনুপ্রেরণায় দক্ষিণ জেলা যুবলীগের সদস্য, বিশিষ্ঠ সমাজসেবক মহি উদ্দিন চৌধুরীর নিজস্ব তহবিল হতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া এলাকার ২হাজার অতি দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

১৯ এপ্রিল বিকেলে অতি দরিদ্র পরিবারের মাঝে এসব ঈদ উপহার তুলে দেন দক্ষিণ জেলা যুবলীগের সদস্য, বিশিষ্ঠ সমাজসেবক মহি উদ্দিন চৌধুরী।

এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

দক্ষিণ জেলা যুবলীগের সদস্য, বিশিষ্ঠ সমাজসেবক মহি উদ্দিন চৌধুরী জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শ্রদ্ধেয় নেতা শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশনায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য, আমার নেতা প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির অনুপ্রেরণায় উত্তর পদুয়া এলাকার ২হাজার অতি দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। মানুষের পাশে থেকে আগামীতেও কাজ করে যাবেন বলেও তিনি জানান।

আরো পড়ুন