বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

পদুয়ায় ১নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

প্রকাশিত : ৬:৩৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ বন্যায় পানি বন্দিতে রয়েছে। অনেক মানুষ দুর্বিসহ অবস্থায় দিনাতিপাত করছে। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের কথা বিবেচনা করে উপজেলার পদুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বন্যর্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

১২ আগস্ট সকালে স্বেচ্ছাসেবী সংগঠন Donate For Good এবং ইউপির ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ আমানুল্লাহ আমানের যৌথ আয়োজনে উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৪০০ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেটে চাল, আলু, মশর ডাল, লবণ, মুড়ি ও বিস্কুট সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মি,হারুন।

এসময় উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক মাওলানা আবদুস সোবাহান, স্থানীয় ইউপি সদস্য আমানুল্লাহ আমান, পদুয়া ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম বাবুলসহ অন্যানারা উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য মুহাম্মদ আমানুল্লাহ আমান জানান,বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে আমার ওয়ার্ডের জনসাধারণ। ভেঙ্গে গেছে ঘরবাড়ি ও যান চলাচলের সড়ক। অনেক মানুষ অন্যের ঘরে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্থ মানুষের কথা বিবেচনা করে স্বেচ্ছাসেবী সংগঠন Donate For Good এবং আমার ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৪০০ বন্যর্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

আরো পড়ুন