রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:০১ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের জন্য গভীর নলকূপ বরাদ্দ দিয়েছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী,এম পি।
১৮ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় সাংসদের একান্ত সচিব ও জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী সার্বজনীন মন্দির উন্নয়ন কমিটির সাঃ সম্পাদক, পলাশ দাশের কাছে বরাদ্দের চিঠিটি হস্তান্তর করেছেন।
এসময় পদুয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ সেলিম ও অনুপম দাশ উপস্থিত ছিলেন।
পদুয়ায় সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের গভীর নলকূপ প্রদান করায় সদ্য ঘোষিত মন্দির পরিচালনা কমিটি-র সভাপতি শ্রী বাবুল দাশসহ কমিটির সকল সদস্যবৃন্দরা স্হানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি এবং স্থানীয় সাংসদের একান্ত সচিব ও জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেন।