মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

পদুয়ায় মাদক সেবন ও বিক্রির দায়ে ২ যুবককে কারাদণ্ড

প্রকাশিত : ৩:৪৪ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মৌলভী পাড়া এলাকায় মাদক সেবন ও বিক্রি করার দায়ে ২ ব্যক্তিকে জেল দিয়েছে ভ্রামামাণ আদালত।ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হল উপজেলার পদুয়া মৌলভী পাড়ার বাইট্যা মিয়ার পুত্র মোঃ কাইছার (২৫) এবং বাদশা মিয়ার পুত্র আবদুর রহিম(৩৫)।

১৮ অক্টোবর ( মঙ্গলবার) বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, পদুয়া ইউপির চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন, থানার এসআই মামুন মিয়া,স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুলসহ থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার পদুয়া মৌলভী পাড়ায় দেশীয় চোলাই মদ সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় বাজারের ব্যাগে করে মদের বোতল বহন করে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। মাদকসেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং ভ্রাম্যমাণ আদালতে তারা দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আরো পড়ুন