মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:০৬ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ৭নং ওয়ার্ডের জঙ্গল পদুয়া হাঙ্গর খালের ব্রীজের পাশ থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী মহল। ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের কারণে খালের দু’পাশে বসবাসরত অনেকের ভিটেমাটি বিলীন হয়ে গেছে বলে জানান ভুক্তভোগী কৃষকরা। তারা জানান কৃষকদের কৃষি কাজ করার চর গুলো খালের সাথে মিশে গেছে। এখন নিঃস হয়েছে অনেক অসহায় কৃষক।
গত শনিবার (২১ মে) দুপুরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বালু উত্তোলনের সময় বাঁধা প্রদান করলে বালু উত্তোলনের সাথে জড়িতরা তাদের উপর হামলা চালায়। এতে মহিলাসহ ৩জন আহত হয়েছিল। ঘটনার দিন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল।
আহতরা হলেন ওই এলাকার দিলু আরা (৫৫) সেলিনা আকতার (৩২) এবং বিশ্বজিৎ রৌদ্র (২৮)।
তারা দুই দিন চিকিৎসার পর মঙ্গলবার (২৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা জিয়াবুল হোসেন জানান, বালু উত্তোলনের ইজারা নিয়েছে এক জায়গায়, মেশিন বসাইছে আরেক জায়গায়।
যেখানে মেশিন বসিয়েছে সেখানে কোন ইজারা নেই। আমরা সরকারের পক্ষেই আছি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান,এ বিষয়টি একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় তদন্তপুর্বক ব্যবস্হা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।