বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

পদুয়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা রিটু দাশ বাবলু

প্রকাশিত : ৪:৫৫ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করে নগদ অনুদান বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য,পদুয়ার কৃতি সন্তান রিটু দাশ বাবলু ।

 

 

বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর ) সন্ধ্যায় পদুয়া বসাক পাড়া, হরি মন্দীর, বাসুদেব মন্দির, গুপ্ত জমিদার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে মণ্ডপ পরিচালনা কমিটির হাতে নগদ টাকা অনুদান প্রদান করেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা মৎসজীবি লীগের সিনয়র সহ-সভাপতি ও পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আকতার কামাল পারভেজ, প্রবীণ শিক্ষাবিদ বাবু সুনীল কুমার চৌধুরী, যুবলীগ নেতা একরামুল হক বাদশা, আমানুল হক প্রমুখ।

এসময় কেন্দ্রীয় যুবলীগ নেতা রিটু দাশ বাবলু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। ধর্ম যার যার উৎসব সবার।জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কেউ যেন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে এজন্য সবাই সর্তক থাকার আহ্বান জানান তিনি

আরো পড়ুন