বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

পদুয়ার কৃতিসন্তান ড.আজিজুল হককে সংবর্ধনা দিল চট্টগ্রামে বসবাসরত পদুয়াবাসী

প্রকাশিত : ৮:৪৭ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,বিশেষ প্রতিনিধিঃ

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক মালেয়েশিয়ান বিশ্ববিদ্যালয় ইউএসআইএম থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামে বসবাসরত পদুয়াবাসী।

পদুয়ার কৃতি সন্তান ব্যবসায়ী ও শিক্ষানুরাগী নুরুল ইসলাম সিকদারের সঞ্চালনায় ও বাপুস’র কেন্দ্রীয় ডাইরেক্টর, চট্টগ্রাম জেলা সেক্রেটারি কাজী ছাবের আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা পরিদর্শক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইলিয়াস সিদ্দিকী।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক,পদুয়ার গর্বিত সন্তান অধ্যাপক মাকসুদ আলম।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী জসিম উদ্দিন, মোস্তাক আহমদ সবুজ, ওআরনিজাম রোড জামে মসজিদের খতীব মাওলানা সলিমুল্লাহ হাবিবী, বার আউলিয়া প্রি ক্যাডেট ইন্সটিটিউটের অধ্যক্ষ শফি ডাক্তার আরমান,জেবিএস গ্রামার স্কুলের ডাইরেক্ট নুরুল আফসার, টেরিবাজারের ব্যবসায়ী হাজী মো. শাহ আলম, এডভোকেট মোরশেদ আলম, মতি টাওয়ার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ফরিদুল আলম, আইআইইউসির শিক্ষক তানবিরুল হাসান, বীমাবিদ আমিনুল হক প্রমুখ।

আরো পড়ুন