বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১:৩৭ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
শহীদুল ইসলাম বাবর
চট্টগ্রামের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় একটি মোটরসাইকেল স্লীপ করে উল্টে এক চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো: হারুন (৪২)। সে পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের আবু তাহেরের পুত্র। শনিবার রাত ৮টায় আমজুরহাট স্বপ্নপুরী ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।
পটিয়া হাসপাতাল সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক হারুন একজন ব্যবসায়ি। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে সন্ধ্যার পর থেকে পটিয়াতেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়। ব্যবসায়ি হারুন চট্টগ্রাম শহর থেকে মোরটসাইকেল নিয়ে পৌরসদরের বাড়ি ফিরছিল। গুড়ি গুড়ি বৃষ্টির কারনের মহা সড়কের বিভিন্ন পয়েন্ট ঝুঁকির্পূণ হয়। স্লীপ করে গাড়ি উল্টে হারুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মো: রিদোয়ান মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।