রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৪৮ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
সন্ত্রাসী হামলায় নিহত চট্টগ্রামের জামানখাঁন খাঁন ২১নং ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক, বিএফ শাহান কলেজের একাদশ শ্রেনীর ২য় বর্ষের ছাত্র, লোহাগাড়া উপজেলার সদরের সরকার পাড়ার তারেকের পুত্র আসকার বিন তারেক হত্যার প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে লোহাগাড়ায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ মে সকাল ১১টার দিকে উপজেলা সদরের সরকার পাড়া সেনানী সংসদের উদ্যোগে সরকার পাড়া মসজিদ প্রাঙ্গণে এ সভায় সভাপতিত্ব করেন সরকার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুুহাম্মদ আনোয়ার হোসেন।
প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন সরকার পাড়া সেনানী সংসদের প্রধান উপদেষ্ঠা, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল,নিহত ছাত্রলীগ নেতা আসকার বিন তারেকের পিতা মুুহাম্মদ তারেক, সরকার পাড়া সেনানী সংসদের সভাপতি জিল্লুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মুুহাম্মদ পারভেজ, মৌলানা জয়নাল আবেদীন, বার আউলিয়া ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক মুুহাম্মদ আলমগীর।
এছাড়াও প্রতিবাদ সভায় সরকার পাড়া সেনানী সংসদের সকল সদস্যবৃন্দরা উপস্হিত ছিলেন।
সরকার পাড়া সেনানী সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম প্রতিবাদ সভার সঞ্চালনা করেন।
প্রতিবাদ সভায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য মুুহাম্মদ আরমান বাবু রোমেল বলেছেন, কিছুদিন আগে আমাদের এলাকার মেধাবী ছাত্র আসকার বিন তারেক সন্ত্রাসী হামলায় নিহত হন। সে খুব শান্ত, মেধাবী ছাত্র ছিলেন। আমরা তার হত্যাকান্ডের সাথে প্রকৃত দোষীদের বের করে গ্রেফতার ও শাস্তির জোর দাবী জানাচ্ছি।
নিহতের পিতা মুহাম্মদ তারেক বলেছেন,আমার ছেলেকে কোনদিন অন্যায় করতে দেখিনি। যেদিন ঘটনা হয়েছি,ইফতারের পরে আমার কাছ থেকে ৫০টাকা নিয়ে বের হয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস আমার ছেলেকে সন্ত্রাসীরা হত্যা করেছে। আমি আমার ছেলের হত্যাকান্ডের সাথে প্রকৃত ভাবে দোষীদের আটক ও শাস্তির জন্য জোর দাবী জানাচ্ছি।
প্রতিবাদ সভা শেষে নিহত ছাত্রলীগ নেতা আসকার বিন তারেকের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন পতেঙ্গা মাদ্রাসার শিক্ষক মাওলানা মুুহাম্মদ বেলাল ।
উল্লেখ্য, গত ২৩এপ্রিল সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় চট্টগ্রামস্হ জামান খাঁন এলাকায় আসকার বিন তারেক নিহত হন।