মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ৪:০৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং নির্বাচন মনিটরিং টিম গঠন করা হয়েছে।৩ জানুয়ারি সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।কমিটির সদস্যরা হলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুল লায়েল, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ রাশেদুল ইসলাম,লোহাগাড়া উপজেলা স্বাস্থৌ প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন, উপজেলা আনসার বিডিপি অফিসার ফয়েজুন্নেছা, উপজেলা নির্বাচন অফিসার আবদুল শুক্কুর।সভায় এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া উপস্থিত ছিলেন।