রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১২:৩০ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদার,দেশবাংলাঃ
আগামী ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে কোন ধরণের সহিংসতা,নাশকতার চেষ্ঠা করলে কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাশেদুল ইসলাম।তিনি উক্ত প্রতিবেদককে জানান, আমরা লোহাগাড়ার মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কোন ধরণের সহিংসতা,সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হওয়া যাবেনা। আমরা আপনাদের পাশে আছি। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স জানিয়ে ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, মাদক,সন্ত্রাসমুক্ত দেশ,সমাজ গঠনে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। লোহাগাড়ার মানুষকে নিরাপত্তার চাদরে রাখতে আমরা বাংলাদেশ পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছি। মাদকের সঙ্গে জড়িতদের কোন প্রকার ছাড় দেওয়া হবে।