বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

নাশকতা মামলার আসামী নুরুল কবির কলাউজান তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক!

প্রকাশিত : ৮:৩০ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত কমিটিতে কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুরুল কবির।

৪ এপ্রিল এ কমিটির অনুমোদন দেন কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজি মোঃ ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক সমশুল ইসলাম।

জানা যায়, নুরুল কবির উত্তর কলাউজানের বাসিন্দা। তিনি একসময় প্রবাসে জীবন-যাপন করতেন। তিনি পেশায় সিএনজি চালক। সদ্য কমিটিতে তাকে কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেন ইউনিয়ন আওয়ামী লীগ। ২০১৩ সালের বিস্ফারক মামলার নুরুল কবির নাশকতা মামলার ১১০নং আসামী। ২০১৪ সালে নুরুল কবির এ মামলায় জেল কেটে জামিনে এসে সৌদি আরবে চলে যান। সেখান থেকে এসে নুরুল কবির পদ পদবি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেন। আওয়ামীলীগের বিভিন্ন মিটিং-এ অংশ নেন।

আওয়ামী লীগ নেতা জামাল হোসেন জানান, নুরুল কবির জামায়াত-শিবিরের রাজনীতির সম্পৃক্ত। নাশকতা মামলার ১১০নং আসামী। একজন নাশকতা মামলার আসামীকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে এটা আমাদের অসহনীয় সংকেত মনি করি।আমরা এ বিষয়ে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে জানিয়েছি।

এ ব্যাপারে কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজি মোঃ ইসহাক মিয়া জানান, নুরুল কবির নাশকতা মামলায় ভূলবসত ষড়ষন্ত্রমুলক আসামী করা হয়েছে। তাকে কেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে আমরা তদন্ত করছি, প্রয়োজনে নুরুল কবির যদি নাশকতার ঘটনায় জড়িত থাকে তাহলে তাকে কমিটি যাচাই-বাচাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী জানান, নুরুল কবির জামায়াতের মামলার আসামীর বিষয়ে অবগত রয়েছি। এ কমিটি স্থগিত করার জন্য কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে অবগত করেছি। নুরুল কবিরকে কি কারণে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক করা হয়েছে কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে শোকজ করা হবে।

এ ব্যাপারে সদ্য কমিটিতে স্থান পাওয়া কলাউজান ইউনিয়নের তিন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল কবির জানান, আমি অনেকদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছি। আমাকে ষড়ষন্ত্রের মাধ্যমে এ মামলাটি দেওয়া হয়েছে। আমি কোন দিন জামায়াত-শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিলাম না।

আরো পড়ুন