রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

নানা আয়োজনে লোহাগাড়ায় শেখ রাসেল দিবস পালিত

প্রকাশিত : ১:৫০ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়ায় যথাযথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর মঙ্গলবার লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ দিন সকাল বেলা চিত্রাঙ্কন ও রচনাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১১টায় লোহাগাড়া উপজেলা পাবলিক হলে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম কবির।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ ও কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

বক্তব্য রাখেন শিক্ষার্থী মাইনুল আরিফ ও আবছার আহমদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় কবিতা পাঠ করেন শিশু শিক্ষার্থী আহনাফ কবির আরশ। আলোচনা সভার পূর্বে বের করা হয় এক র‌্যালী।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। অবেশেষে, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কাটা হয় একটি কেক।

আরো পড়ুন