বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

নজুমুন্নিছা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মোঃ মহি উদ্দিন

প্রকাশিত : ৩:০৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সদরের লোহাগাড়া নজুমুন্নিছা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন মাস্টার মোঃ মহি উদ্দিন।

তার নিয়োগের বিষয়টি লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক মুঠোফোনে উক্ত প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

জানা যায়, ১৯৯৯ সালে মহি উদ্দিন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৬ সালে পদুয়া ইউনিয়নের আঁধারমানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান ,২০১৪সালে চরম্বা নোয়ারবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বড়হাতিয়া বিজিসেনেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৬ সালে প্রধান শিক্ষক হিসেবে সততা,নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে।

সর্বশেষ ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি লোহাগাড়া সদরের নজুমুন্নিছা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

নজুমুন্নিছা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাস্টার মহি উদ্দিন জানান, আমি মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া জানাচ্ছি, একটি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ায়। গতকাল আমার মোবাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে একটি এসএমএস আছে আমাকে নজুমুন্নিছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। বিগত দিনে বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি সততা, নিষ্ঠার সাথে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন প্রসারে কাজ করেছি। নতুন কর্মস্থল এ বিদ্যালয়েও শিক্ষার মানোন্নয়নে আরও প্রসার করতে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাল্লাহ।
এজন্য সকলের দোয়া সহযোগীতা কামনা করছি।

আরো পড়ুন