বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৫৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনাতায়নে উপজেলা পরিষদের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা মুুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুর রাজ্জাক,উপজেলা খাদ্য কর্মকর্তা অসিত বরণ তালুকদার,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়ার ডিজিএম মুুহাম্মদ শাহজাহান,উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজি লামিয়া শারমিন,উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,চুনতি ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, পদুয়া ইউপির চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন, কলাউজান ইউপির চেয়ারম্যান এম এ ওয়াহেদ, চরম্বা ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ হেলাল উদ্দিন, আধুনগর ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ নাজিম উদ্দিন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল জানান,দীর্ঘদিন চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে আপনাদের দোয়ায় আপনাদের মাঝে ফিরে এসেছি। লোহাগাড়ার অনেক সড়কের কাজ চলছে ধীরগতিতে। এগুলো দ্রুত শেষ করতে উপজেলা প্রকৌশলী কে কঠোরভাবে নির্দেশনা দেন তিনি। সকল দপ্তরের কর্মকর্তাদেরকে আন্তরিকতার সাথে কাজ করারও আহবান জানান।
সভায় উপজেলার জনপ্রতিনিধি,সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।