মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৩৯ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কঠোরভাবে বাজার মনিটরিং করা হয়। অস্বাস্থ্যকর অবস্থায় ইফতারসামগ্রী তৈরি, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৭জন দোকানিকে ৭টি মামলায় মোট ৪২ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
২৯ মার্চ (বুধবার) বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
অভাযানকালে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান, পদুয়া ইউপির চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন, লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী তেজেন্দ্র বাবু, পদুয়া ইউপির মেম্বার যথাক্রমে নজরুল ইসলাম, নাছির উদ্দিন, কাউছার উদ্দিনসহ পুলিশ বাহিনীর সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, পবিত্র মাহে রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ীরা বাজার মজুদ করে দাম হাকিয়ে বেশী মুল্যে বিক্রি করছে।আমরা উপজেলা প্রশাসন এসব ঠেকাতে মাঠে রয়েছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কঠোরভাবে বিভিন্ন বাজারে মনিটরিং করা হচ্ছে। আজকে পদুয়া বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কঠোরভাবে মনিটরিং করা হয়। অস্বাস্থ্যকর অবস্থায় ইফতারসামগ্রী তৈরি, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৭জন দোকানিকে ৭টি মামলায় মোট ৪২ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অসংখ্য দোকানিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এসময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেও প্রচারণা চালানো হয়। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।