বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৪২ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদার,দেশবাংলাঃ
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-১৫ আসনটি লোহাগাড়া-সাতকানিয়া নিয়ে গঠিত।এ নির্বাচনে সংসদ সদস্য পদে অংশ নিয়েছেন ৭জন প্রার্থী।তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকের প্রার্থী,দু বারের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, স্বতন্ত্র পদে ঈগল প্রতীকে পদপ্রার্থী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম.এ মোতালেব সিআইপি, বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী (হাত ঘড়ি) অধ্যক্ষ মাওলানা সোলাইমান কাসেমি, জাতীয় পার্টি (জাপা)র প্রার্থী মোঃ ছালেম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রার্থী আলী হোসেন, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা মোঃ হারুন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট এর প্রার্থী মোঃ জসিম উদ্দিন।দ্বাদশ সংসদ নির্বাচনে সুষ্ঠু,নিরপেক্ষভাবে সম্পন্ন করতে লোহাগাড়ায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ৩ প্লাটুন, বিজিবি ৬ প্লাটুন, এপিবিএন ফোর্স ২ প্লাটুনসহ বিভিন্ন স্তরের নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও নিরপক্ষভাবে সম্পুর্ণ করতে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়।ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান,ব্যালট বক্সে হাত দেওয়া যাবেনা। কেন্দ্র দখল করার চেষ্ঠা করলে কঠোর আইনের আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে পৃথক পৃথকভাবে টিম গঠন করা হয়েছে।কোন ধরণের নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটনার চেষ্ঠা করলে কঠোর হাতে দমন করা হবে। । লোহাগাড়ায় কোন বহিরাগত লোক দেখলে আমরা কঠোর ব্যবস্থা নিবো।সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান জানান, নির্বাচন হবে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। লোহাগাড়ায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ৩ প্লাটুন, বিজিবি ৬ প্লাটুন, এপিবিএন ফোর্স ২ প্লাটুনসহ বিভিন্ন স্তরের নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে।কেন্দ্রে কেন্দ্রে আমাদের ফোর্স থাকবে। গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে। কেন্দ্র দখলের কোন সুযোগ নেই। ভোটাররা এবারের নির্বাচনে ভোট কেন্দ্র গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।নির্বাচন সামনে রেখে লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালানো যাবেনা। পর্যবেক্ষক কার্ড ছাড়া কেউ কেন্দ্র ঢুকতে পারবেনা। কোন গণ মাধ্যম কর্মীরা পর্যবেক্ষক কার্ড নিয়ে কেন্দ্র গেলে প্রিজাইডিং অফিসারের অনুমতি লাগবে।