বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:৩১ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
হীরক জয়ন্তীর উৎসবে, মিলি প্রাণের উচ্ছ্বাসে
এই শ্লোগানে উৎসবমুখর পরিবেশে লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির আয়োজনে হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
(১২ জুলাই) মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র শাহাজাদা তৈয়বুল হক বেদারের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া হীরক জয়ন্তী উৎসবে সভাপতিত্ব করেন চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির সভাপতি,সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল মানিক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য,আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইব্রাহিম কবির।
বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র কশশাফুল হক শেহজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র কাজি আরিফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের
প্রধান শিক্ষক নাছির উদ্দীন মুহাম্মদ বাবর, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলাম, মোহাম্মদ হামিদ হোসেন ও বাবু পরিমল দাশ,বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র,বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আনোয়ার কামাল, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ট্রমা ও অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক সভাপতি এরশাদুল হক ভেট্টু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, চুনতি ইউপি চেয়ারম্যান মুুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ,উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজুসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আওয়ামীলীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে, সাধারণ মানুষের কল্যাণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ অনেক দল রয়েছে অন্যান্য দল এদেশের মানুষকে সত্যিকারের স্বপ্ন দেখান নি। কিন্তু বঙ্গবন্ধুর কন্যার এদেশের উন্নয়ন এবং সব ধরণের মেঘা-প্রকল্পগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। বিশ্বের ইতিহাসে পদ্মা সেতু প্রশংসিত হয়েছে। নিজের অর্থায়নে পদ্মাসেতু এখন বাস্তবে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা এদেশের স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছেন। বিদ্যুৎ খাতে এদেশ অনেক এগিয়ে। বক্তারা আরও বলেন,বাংলাদেশের কল্যাণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের জন্য আওয়ামী লীগ যা করেছে অন্য কোন দল করে নাই।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যাবে, দেশের উন্নয়ন হবে।ক্ষমতার প্রতিযোগীতা আছে তবে প্রতিহিংসা নেই। সাতকানিয়া-লোহাগাড়ায় কোন গ্রুপিং নেই।দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা ঐক্যবদ্ধ আছি। পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, পদপদবী চিরস্থায়ী থাকেনা। বঙ্গবন্ধুর কন্যার সুদক্ষ নেতৃত্ব দেশ এগিয়ে গেছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দদেরকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয় এবং অনুষ্ঠান শেষে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।