বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

দেশবাংলায় খবর প্রকাশ, অবশেষে সেই পাহাড় কাটা বন্ধ করে দিলো বনবিভাগ

প্রকাশিত : ১:৩৮ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

রাতের আঁধারে পাহাড় কেটে সাবাড় একটি শিরোনামে অনলাইন পোর্টাল দেশবাংলায় গত ১১ মার্চ সংবাদ প্রকাশিত হয়।

খবর প্রকাশের পর গতকাল সকালে অবশেষে সেই পাহাড় কাটায় অভিযান চালিয়ে বন্ধ করে দেয় বড়হাতিয়া বনবিভাগ।

এ অভিযানে নেতৃত্ব দেন চুনতি বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ শাহিনুর রহমান বিপ্লব ও বড়হাতিয়া বনবিট কর্মকর্তা মুহাম্মদ লোকমান।

চুনতি বনরেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান জানান, উপজেলার বড়হাতিয়া চাকফিরানী নতুন পাড়ায় রাতের আঁধারে কিছুদিন ধরে স্কেভেটার দিয়ে পাহাড় কাটছিল। ওই এলাকার বশির আহমদ বাড়ি নির্মাণ করার জন্য পাহাড় কাটে। আমরা দেশবাংলায় খবর দেখে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে কাজ বন্ধ করে দিয়েছি। এ ব্যাপারে বনআইনে ০২/ বহাঃ অব ২০২১-২২ মামলা রুজু করা হয়েছে। কোন ধরণের পাহাড় কাটা যাবেনা। পাহাড় খেকোদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন