শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

দুবাইয়ে স্ট্রং সিটি নেটওয়ার্কের কর্মশালায় যাচ্ছেন জোবায়ের ও বিজয়

প্রকাশিত : ১১:১৪ অপরাহ্ন শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

দক্ষিণ এশিয়ার রিজিওনাল হাবের স্ট্রং সিটি নেটওয়ার্ক কর্মশালায় যোগ দিতে দুবাই গেলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া। আজ সকালেই তারা দুবাইয়ের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। এই দুই জনপ্রতিনিধি আগামী ৩১জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুবাইয়ের ফোর পয়েন্ট শেরাটন হোটেলে স্থানীয় সরকার বিশেষজ্ঞদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া দুইদিনের এ কর্মশালায় অংশ নিবেন।
বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতি, উগ্রজঙ্গীবাদ, জলবায়ুর বিরুপ পরিস্থিতি থেকে দক্ষ নেতৃত্বের মাধ্যমে সংকট উত্তরনের বিষয়ে কৌশল নির্ধারনের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত বিশ্বজনীন সংগঠন স্ট্রং সিটি নেটওয়ার্ক এ কর্মশালার আয়োজক। যুক্তরাস্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই কর্মশালার আয়োজক। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক প্রতিনিধি এই কর্মশালায় যোগ দিবেন। আগামী ২ ফেব্রুয়ারি কর্মশালা শেষে সাতকানিয়া ও লোহাগাড়ার এই দুই জনপ্রতিনিধি দেশে ফিরবেন।

আরো পড়ুন