বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

দানশীল ব্যক্তিত্ব শুকলাল শীলের আয়োজনে কর্মরত সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে মিলনমেলা

প্রকাশিত : ৯:০৩ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

বড়হাতিয়ার কৃতি সন্তান,আওয়ামীলীগের কর্মী,বিশিষ্ঠ দানশীল ব্যক্তিত্ব বাবু শুকলাল শীলের আয়োজনে সাতকানিয়া-লোহাগাড়ার কর্মরত সাংবাদিক, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে এক ঈদ পুর্নমিলনী ও মিলনমেলার আয়োজন করা হয়েছে।

৪ মে দুপুরে শুকলাল ড্রীম হাউসে এ ঈদ পুর্ণমিলনী ও মিলনমেলায় স্বাগত বক্তব্যে রাখেন বড়হাতিয়ার কৃতি সন্তান, দানশীল ব্যক্তিত্ব, আওয়ামীলীগের কর্মী বাবু শুকলাল শীল।

সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, দক্ষিণ জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ,সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার বড়ুয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক, বড়হাতিয়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান বাবু বিজয় কুমার বড়ুয়া,চট্টগ্রাম সরকারী সিটি কলেজের অধ্যাপক মুহাম্মদ আবদুল গফুর, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক,সনাতনী সম্প্রদায়ের নেত্রী, কক্সবাজার হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি দীপ্ত শর্মা, সাতকানিয়ার সিনিয়র সাংবাদিক সুকান্ত , দিদার বিএসসি,বড়হাতিয়া ইউপির মেম্বার মুুহাম্মদ আবু বক্কর সিদ্দিক, সাবেক মেম্বার সুনীল সরকার, অনীল সরকারসহ সাতকানিয়া-লোহাগাড়ার কর্মরত সকল সাংবাদিকবৃন্দরা উপস্হিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাবু শুকলাল মতের মধ্যে পার্থক্য থাকতে পারে। তবে ধর্ম যার যার উৎসব সবার। আমাদের মধ্যে কোন মতবিরোধ থাকবেনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানের পুর্বে দানশীল ব্যক্তিত্ব বাবু শুকলাল শীলের বাড়ীতে তার পক্ষ থেকে সকলের জন্য দুপুরের খাবারের আয়োজন করেন।

আরো পড়ুন