বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৪২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের এক মিলন মেলা সম্পন্ন করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত আনন্দঘণ পরিবেশে পার্বত্য জেলার আজিজনগর চেয়ারম্যান লেকে এ অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
প্রোগ্রামের মধ্যে ছিল আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও র্্যাফেল ড্র এবং মধ্যহ্নভোজ।
সকাল ১১টার দিকে চেয়ারম্যান লেক চত্বরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৯৭ ব্যাচের মুহাম্মদ হাবীব হাসান।
৯৭ ব্যাচের মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় এতে ৯৭ ব্যাচের মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ শহীদুল ইসলাম,মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ৯৭ ব্যাচের সকল শিক্ষার্থীরা।
বন্ধুদের একসাথে পেয়ে তারা সুখে-দুঃখের কথা বলেন। একত্রে হয়ে এক ব্যানারে ফটোসেশন করেন। মধ্যহ্নভোজ শেষে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। র্্যাফেল ড্রতে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।
৯৭ ব্যাচের মুহাম্মদ শহীদুল ইসলাম জানান,আসলে আমরা অনেক বেশী খুশী,অনেক বেশী আনন্দিত। আমরা সব বন্ধুরা একত্রিত হয়ে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে। আজিজনগর চেয়ারম্যান লেকে অনেক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেছি।
৯৭ ব্যাচের সকল বন্ধুরা একটি কল্যাণ ফান্ডসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।