বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ৩:১৭ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা আশ্রয়ণ প্রকল্প-২ এর কাজ সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় শুরু করা হয়েছে। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ খাসজমিতে গুচ্ছ ভিত্তিতে এসব ঘর তৈরি করা হচ্ছে। এখানে গভীর নলকূপ,সেনিটেশন ব্যবস্হা,পানীয় জলের ব্যবস্হা, বিদ্যুৎ সংযোগসহ সবধরণের সুযোগ-সুবিধা পাবেন।
চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় তৃতীয় পর্যায়ে স্বপ্নের ঠিকানা পাচ্ছেন ১৯৬ গৃহহীন পরিবার।
২৩ জানুয়ারী সকালে উপজেলার চুনতির চাঁন্দা এলাকায় নতুন ঘরের কাজ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুর সার্বিক নির্দেশনায় নতুন ঘরের কাজ উদ্বোধন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম কবির, লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী,পুটিবিলা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা সহকারী প্রকৌশলী মুহাম্মদ আকতার হোসাইন, আধুনগর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমাসহ অনেকেই।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা জানান,আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব ইতিহাসে নতুন রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। এটা বাংলাদেশের বিশাল অর্জন। লোহাগাড়ায় তৃতীয় পর্যায়ে ১৯৬পরিবার নতুন ঘর পাচ্ছেন। ইউএনও স্যারের সার্বিক নির্দেশনায় নতুন ঘরের কাজগুলো উদ্বোধন করেছি। স্যার অসুস্হতার কারণে স্ব-স্বরীরে উপস্হিত থাকতে না পারলেও স্যার খোঁজ-খবর নিয়েছেন।