বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ৩:০৩ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
শহীদুল ইসলাম বাবর,চুনতী মাহফিল থেকে
চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সিরতুন্নবী (সঃ) মাহফিলের সমাপনী দিবসে বাদে জুম’আ অধিবেশনে তাকরির শুরু করেছেন মাওলানা কাজ্বী নাসির উদ্দিন। তিনি প্রকৃত আওলিয়া ক্বিরামের পরিচয় / বানিয়ে সিক্ত হযরত শাহ ছাহেব কেবলা (রা: আ:) এর কারামতপূর্ণ বিভিন্ন দিক নিয়ে বিষদ আলোচনা করবেন। এই অধিবেশনে সভাপতিত্ব করছেন ঠাকুরদিঘী হেমায়েত ইসলাম মাদ্রাসার পরিচালক আলহাজ মাওলানা সরওয়ার কামাল আজিজী। এর আগে একটি অধিবেশনে চুনতীর বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ মাওলানা সিরাজল আরেফীন যথাক্রমে বান্দরবান মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা মোহাম্মদ হোছাইন সভাপতিত্ব করেন। সর্বশেষ অধিবেশনে ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল মুতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সভাপতিত্ব করার কথা রয়েছে।