বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

তাকরির শুরু করেছেন অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার

প্রকাশিত : ১:০২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

শহীদুল ইসলাম বাবর/ রায়হান সিকদার, চুনতী মাহফিল থেকে
চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিলের সমাপনী দিবসে বিশেষ বক্তার তাকরির শুরু করেছেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার।  তিনি ২৮ নভেম্বর বাদে রাতে লোহাগাড়া উপজেলার চুনতীর ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.)মাহফিলের বিশেষ বক্তার তাকরির পেশ করছেন।এর  আগে ফেনির বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ মাওলানা ফরীদ উদ্দিন আল মুবারক
, মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন বায়তুশ শরফের পীর শাহ মাওলানা কুতুব উদ্দিন,ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডঃ আহসান সাইয়েদ তাফসীর পেশ করেন।
ইতিমধ্যে কানায় কানায় পূর্ণহয়েছে ১৩ একর জমি বিশিষ্ট সীরত ময়দান।  চুনতীহাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নেজামী ও মুহাদ্দিস মাওলানা ফারুক হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলের সমাপনী দিবসের সমাপনী দিবসের পৃথক ৪টিঅধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক  আলহাজ মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী, সিতাকুন্ডকামিল মাদ্রাসার শায়খুল হাদিস আলহাজ মাওলানা হোছাইন আহমদ ওরসুলাবাদ ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা আবু নাঈম ছিদ্দিক।

আরো পড়ুন