সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

তাকরির রেশ করছেন ড. ঈসা শাহেদী

প্রকাশিত : ২:১২ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

শহীদুল ইসলাম বাবর,চুনতী মাহফিল থেকে

চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সিরতুন্নবী (সঃ) মাহফিলের সমাপনী  দিবসে তাকরির শুরু করেছেন আলহাজ্ব মাওলানা আসা শাহেদী। তিনি আউলিয়া কেরামের পরিচয় ও দ্বীন ইসলামের সংস্কারে মোজাদ্দেদে আলফেসানী( রা:)অবদান বিষয়ে বিশদ আলোচনা করবেন। এই অধিবেশনে সভাপতিত্ব করছেন ঠাকুরদিঘী হেমায়েত ইসলাম মাদ্রাসার পরিচালক আলহাজ মাওলানা সরওয়ার কামাল আজিজী। এর আগে একটি অধিবেশনে চুনতীর বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ মাওলানা সিরাজল আরেফীন যথাক্রমে বান্দরবান মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা মোহাম্মদ হোছাইন সভাপতিত্ব করেন। সর্বশেষ অধিবেশনে ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল মুতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সভাপতিত্ব করার কথা রয়েছে।

আরো পড়ুন