বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ডিজিটাল লাইব্রেরী ও নলেজ সেন্টার প্রতিষ্ঠায় চুনতিতে লাইটহাউজের শুভ উদ্বোধন

প্রকাশিত : ২:২৬ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

 

গ্রাম পর্যায়ে লোহাগাড়ায় এই প্রথম চুনতি ইউনিয়নে ডিজিটাল লাইব্রেরী ও নলেজ সেন্টার প্রতিষ্ঠায় চুনতি লাইটহাউজের শুভ উদ্বোধন করা হয়েছে।

৫ মে বিকেলে চুনতি খাঁন বাড়ী সংলগ্ন এলাকায় এ লাইটহাউজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুদ খাঁনের সহধর্মীনি, চুনতির পুত্রবধু,লাইটহাউজের প্রধান, বিশ্বব্যাংকের লিড ফাইন্যালসিয়্যাল এনালিস্ট
সুরাইয়া জান্নাত লা্ভলী এফিসিএ।

উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন
খাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদ খান এবং লাইট হাউসের প্রধান উদ্যোক্তা মাসুদ খাঁন।

চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি ইংরেজী বিভাগের শিক্ষক সাদাত জামান খাঁন ও সাজ্জাদ খাঁনের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লাইটহাউজের দিক-নির্দেশক এবিএম আবদুল বাছেত দুলাল, অধ্যাপক মুহাম্মদ আবু বক্কর রফিক,সাদিউল ইসলাম মুরাদ এফিসিএ,চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আলহাজ্ব মুহাম্মদ ইসমাঈল মানিক, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব মুুহাম্মদ আনোয়ার কামাল, শাহ ছাহেব কেবলার সুযোগ্য দৌহিত্র শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, রুকন উদ্দিন,ওহিদুল হক, হাবিব খাঁন, মুুহাম্মদ নাঈম,চুনতি ডটকমের প্রধান সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজি শরীফুল ইসলাম, চুনতি ডটকমের জাহেদুর রহমান,কশশাফুল হক শেহজাদ, কাজ্বী আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে লাইটহাউজের প্রধান, বিশ্বব্যাংকের লিড ফাইন্যালসিয়্যাল এনালিস্ট সুরাইয়া জান্নাত লা্ভলী এফিসিএ বলেছেন, চুনতির ইতিহাস সম্পর্কে জানতে লাইটহাউজ কাজ করবে। শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেওয়া হবে। ডিজিটাল লাইব্রেরী ও নজেল সেন্টারে জ্ঞান আহরণ করতে পারবে। ইন্টারনেট কানেকটেডসহ ১৫টি কম্পিউটার রয়েছে ডিজিটাল লাইব্রেরিতে। ভবিষ্যত প্রজন্মরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে।
আলোকবর্তিকা হবে পুরো এলাকা। রুচিশীল শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হবে এ লাইটহাউজে। শিক্ষা আহরণ করার জন্য লাইটহাউস। আপনাদের লাইটহাউজ চুনতিবাসীর লাইটহাউজ। শিক্ষার্থীরা লাইটহাউজে এসে তথ্য প্রযুক্তির সবধরণের সেবা গ্রহণ করতে পারবে।জ্ঞান আহরণের জন্য আমরা লাইটহাউজ প্রতিষ্ঠা করেছি।

আরো পড়ুন