বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৪:৫৮ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য চট্টগ্রামের লোহাগাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
৭ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন স্টলে ডিজিটাল উদ্ভাবনী মেলায় সেবা প্রদান করা হচ্ছে। বিশেষ করে উপজেলা ভূমি অফিসে দিনব্যাপী ডিজিটাল সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে লোহাগাড়া ভূমি অফিস। তারা লোহাগাড়ার সেবাপ্রার্থীদের কে ডিজিটাল ই-নামজারী, জমির দাখিলাসহ বিভিন্ন ধরণের সেবামুলক কার্যক্রম প্রদান করে যাচ্ছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহানের নির্দেশনায় উপজেলা ভুমি অফিস এ ডিজিটাল সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সেবা কার্যক্রম উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের রুমি দাশ, নাজির বজলুর রহমান,পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ শরফুদ্দিন খাঁন সাদি, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুুহাম্মদ ইদ্রিস, আধুনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সঞ্জিব চৌধুরী,পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের মহসিন লিটন, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের ওসমান গনি চৌধুরী,উপজেলা ভূমি অফিসের নয়ন দাশ,মনসুর আলী, প্রদীপ দাশসহ ভূমি অফিসের বিভিন্ন কর্মরত কর্মচারীবৃন্দরা।